1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত-৪ দোকান ভাঙচুর ও লুটপাট ডোমারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার উজিরপুরে ভ্রাম্যমান আদালতে মেট্রিক পাশ ভুয়া ডাক্তার রেজাউলের ১ বছরের কারাদণ্ড নীলফামারীতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা গৌরনদীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনায়  থানায় অভিযোগ ২ উপদেষ্টার সহকারী ও এনসিপি নেতা তানভীরকে জিজ্ঞাসাবাদের দাবি কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, ৭ জনকে কুপিয়ে জখম নাগেশ্বরীতে মন্দিরের নামে লুটপাট ও স্বেচ্ছাসেবীদের অসম্মান: শুকলা-তাপসীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি নলছিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ 

উজিরপুরে থানায় একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে ন্যায় বিচারের দাবিতে সেনা ক্যাম্পে অভিযোগ

কে এম সোহেব জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

কে এম সোহেব জুয়েল,বিশেষ প্রতিনিধি ঃ উজিরপুরে ন্যায় বিচারের দাবিতে একাধিক বার থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পরিবারের প্রবাসীর স্ত্রী আঞ্জুৃ আক্তার (২৮)

আঞ্জু আক্তার উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী তিনি বলেন, দীর্ঘ দিন তার স্বামী শ্বশুর বাড়ির লোকজন জমিজমা সুখ শান্তিতেই ভোগদখল করে আসছিলেন, কিন্তুু গত ১৬/১৭ বছর পূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ করার কারনে তাদের বসত বাড়ি সহ ক্রয় কৃত সম্পত্তি দখল করার নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একই বাড়ির প্রতিপক্ষ ভূমিদস্যু মৃত হাচেন ঢালীর পুত্র আনোয়ার ঢালী ( ৪৫)  সালাম ঢালী(৪৮) সাত্তার ঢালীর পুত্র মিলন ঢালী (৩০) মিন্টু ঢালী (২৮) খালেক ঢালীর পুত্র ফরিদ ও আলাউদ্দিন ঘরামীর পুত্র -মাসুম ঢালী গং। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা আওয়ামী লীগ করার দাপটে তাদের দলবল নিয়া আমাদের জমি দখল করতে মরিয়া উঠেন তারা। এ নিয়ে স্হানীয়দের সহতায় শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উজিরপুর থানায় সায়েমের স্ত্রী আনজু আক্তার একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে গত ৮ মার্চ ২০২৫ উজিরপুর সেনা ক্যাম্পে ন্যায় বিচার পেতে আবেদন করেন প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আঞ্জু আক্তার।

অপরদিকে ১৮ মার্চ মঙ্গলবার আঞ্জুর বিধবা শাশুড়ী অসহায় সোনাই বেগম- ৭০ কন্যা মনিয়া, ও তার চাচাত ভাইর স্ত্রী তানিয়া প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আনজু আক্তার জানান আমরা খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছি আমাদের জমি জমা ঘরবাড়ি লুটপাট করে আমাদেরকে যে কোন সময় মেরে ফেলতে পারে আমাদের প্রতিপক্ষরা। এমনকি ভূমিদস্যুদের অব্যাহত হুমকির মুখে এখন বসত ভিটা ছেরে আমাদেরকে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারের লোকজন । আনজু বলেন সরকার পতনের পর বর্তমান ক্ষমতা শীলদের ম্যানেজ করে এখন আবার ভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ক্ষতি করার জন্য ব্যাস্ত সময় পারি দিচ্ছেন প্রতি পক্ষরা। তানিয়া আরো বলেন গত ১০/১২ পুর্বে তাদের প্রতিপক্ষরা তাদের বসত ভিটার সামনে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করায় তারা এখন সর্বখানিক আতন্কে দিন কাটাচ্ছেন।

তাই তাদের জীবন বাঁচাতে প্রশাসনের সর্বাত্তক সহযোগিতা কামনা করছেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারে লোকজন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD