মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ সড়ক পরিবহণ মালিক গ্রুপ নীলফামারী জেলা শাখার তুই বাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির কর্মকাণ্ড সুস্থভাবে পরিচালনার জন্য ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা কালিতলা বাস টার্মিনালে সংগঠনের কার্যালয়ে বিশেষ তৃবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। আরেফ রব্বানী মানিকে সভাপতি ও আবুল হাসনাত রাসেলেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি হিসেবে আশরাফুজ্জামান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে আবু তাহের, সড়ক সম্পাদক(১) হিসেবে নাকিব হোসেন নিলয় ও সড়ক সম্পাদক(২) হিসেবে এসএম মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আবুজার রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে শাহিনুর রহমান চৌধুরী নির্বাচিত হন।
বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও ড. খায়রুল আনাম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন এ সময়। আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সড়ক পরিবহনের ৮৮ জন মালিক।