সোলায়মান তুহিন (গৌরনদী) বরিশাল:: বরিশালের গৌরনদীতে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০৬ই এপ্রিল) আনুমানিক দুপুর ০১ টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মোঃ আশরাফ আলী আকন (৭০) এর ঘরে এই চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ আনুমানিক ৪৬ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৪ টি বিদেশি কম্বল ও ২ টি টর্চ লাইট নিয়ে গেছে বলে দাবি করেন আশ্রাব আলী আকন এর ছেলে ওমান প্রবাসী মোঃ আবু হানিফ (৩৬) ও মোঃ ইসরাফিল (৩২)। এই বিষয় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রবাসী আবু হানিফ এর ভাই মোঃ দীন ইসলাম বলেন রবিবার বেলা ১১ টার দিকে পার্শ্ববর্তী ডাসার উপজেলার বনগ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাই। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়ি থেকে বিকেল আনুমানিক ৫ টার দিকে বাড়িতে এসে ঘরের তালা ভাঙা দেখতে পাই, এবং ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ৪৬ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৪ টি কম্বল ও ২ টি টর্চ লাইট নেই।
ঘরের সামনের দরজার ও ভিতরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান, চুরির বিষয় থানায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে এই বাড়িতে এর পূর্বে চুরি ও ডাকাতি সংগঠিত হয়েছে।