লোহাগড়া প্রতিনিধি|| নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন খাজার ওপর হামলা চালায়। তাদের এ হামলায় মারা গেছেন খাজা।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক খাজা মোল্যা ইতনা ইউনিয়নের পারইছাখালী গ্রামের নবাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চা খাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে কুমোরডাঙ্গা বাজারে যান কৃষক খাজা। এ সময় পলাশ লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন খাজা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাজাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, খাজাকে কুপিয়ে হত্যা করেছে পলাশ, বিকাশ, রাহাদ, তিতাস, মাসুম, সাইফুলসহ ১৫ থেকে ১৬ জন।
অভিযোগের বিষয়ে জানতে পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’