জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া জসিম হাওলাদারের মেয়ে লামিয়ার ধর্ষণ ও মৃত্যুর রেশ এখনও কাটেনি। এ রেশ কাটতে না কাটতেই দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে ফের ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এবার ওই গ্রামের এক শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছে ওই নারী।
ভুক্তভোগীর অভিযোগ, তাকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ও তার সহযোগী ধর্ষণের চেষ্টা করে। এতে তার শাশুড়ি বাধা দিলে তাকে মারধর করা হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম বশির উদ্দিন খোকন। তিনি গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
ওই গৃহবধূ দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৯ মে বিকালে তাকে একা পেয়ে খোকন ও তার সহযোগী শাহাজুল ধর্ষণের চেষ্টা চালায়। তখন ভুক্তভোগীর শাশুড়ি বাধা দিলে তাকেও বেধড়ক পেটানো হয়। ঘটনার পরদিন আহত শাশুড়িকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আদালতে অভিযোগ দেন ভুক্তভোগী গৃহবধূ। পরে বিষয়টি আমলে নিয়ে মামলা গ্রহণের জন্য দুমকি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খোকনের এ স্বভাব দীর্ঘদিনের। গৃহবধূদের অনৈতিক প্রস্তাব, হুমকি আর নির্যাতন তার অভ্যাসে পরিণত হয়েছে। এর আগেও একাধিক ধর্ষণচেষ্টা ও নারী নির্যাতনের মামলায় তার নাম উঠে এসেছে।’
স্থানীয়রা বলেন, খোকনের পরিবারটাই একটা অপরাধচক্র। তার বেপরোয়া অপরাধের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি। খোকন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের ভাগ্নে পরিচয়ে পার পেয়ে যান সবসময়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক খোকন এ নিয়ে পরে কথা বলবেন বলে জানান।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’