গৌরনদী প্রতিনিধি, পলাশ তালুকদার:বরিশালের গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস এবং মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান কলেজ মিলনায়তনে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ প্রতিনিধি ছিলেন গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, চন্দদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম। উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও প্রথম আলো বন্ধুসভা সভাপতি পলাশ তালুকদার, বক্তব্য রাখেন গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ জনার্দন চ্যাটার্জি ডাঃ নাসির হোসেন, ডঃ আরিফ বিল্লাহ,ডাঃ মনজুর মোরশেদ প্রমুখ