1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৩ জুন ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরের বামরাইলে দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন, নেতাকর্মীদের ঢল দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে, কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করলেন ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো, ইসকনের জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  সলঙ্গাতে মোটরসাইকেল আরোহী নিহত ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গৌরনদীতে জিয়া সাইবার ফোর্স এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা সিরাজগঞ্জের- ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মনোনীত প্রার্থী প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ জানায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা  ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের উদ্যোগে, ন্যায্য বিচার ও অধিকারের দাবীতে ধিক্কার মিছিল ও পথসভা বরানগর ন – পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ করল

গাজীপুরে থেমে থেমে যানজট, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে বাসস্টপেজগুলোয় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার উভয় দিকে অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্পাঞ্জল খ্যাত গাজীপুরের ৫০ শতাংশ পোশাক কারখানা আজ (বৃহস্পতিবার) বিকালের মধ্যে ছুটি হয়ে যবে। বিকালে যানবাহন ও যাত্রীদের এ চাপ আরও বাড়বে। তখন যানজট আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় রয়েছেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

বুধবারের মতো আজও সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকা ও ভোগড়া বাইপাস থেকে সালনা তিন কিলোমিটার এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় রাতভর থেমে থেমে যানজট পরিস্থিতি তৈরি হয়। সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্টপেজ এলাকাগুলোতে যানবাহনের ধীরগতি অব্যাহত রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।

এবার তিন পর্বে পোশাক কারখানায় ঈদের ছুটি হচ্ছে। গত মঙ্গলবার ১০ শতাংশ, গতকাল বুধবার ৪০ শতাংশ এবং বৃহস্পতিবার ৫০ শতাংশ কারখানায় ঈদের ছুটি হচ্ছে। বেশির ভাগ কারখানাই নিজেদের পরিবহনব্যবস্থা রেখেছে। যাদের গাড়ির ব্যবস্থা নেই, তারা দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করে পর্যাপ্ত যানবাহন না পেয়ে খোলা ট্রাক, বাসের ছাদ, পিকআপ বা অন্য ছোট যানবাহনে করে ঈদে বাড়ি যাচ্ছেন। এই সুযোগে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা অন্যবারের মতোই অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

সালনা হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে পুলিশ সদস্য ছাড়াও সেনা ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ী থানার ওসি সালাউদ্দিন বলেন, ‘আমরা কাউন্টার মালিকদেরকে বলে দিয়েছি, কেউ ভাড়া বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD