সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃবগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্টঘনা ঘটে। নিহত খগেনচন্দ্র মাহাতো রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নদিন্দ্রনাথ মাহাতোর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত খগেন চন্দ্র মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেনচন্দ্র মাহাতো নিহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক করা যায়নি।