গৌরনদী সরিকল ইউনিয়নের শাহাজিরা স্কুল ব্রিজ গোড়ায় একপাশে মাটি না দেওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক ।। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাজিরা স্কুল সংলগ্ন ব্রিজের গোড়ায় মাটি না থাকার কারণে জনগণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে মাটি সরে গেলে সেতুতে ওঠা-নামা করা কঠিন হয়ে পড়ে, যা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক সময় স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাটি ও কাঠের তৈরি সাঁকো দিলে ও দুর্ভোগ থেকেই যায়।
ব্রিজের গোড়ায় মাটি না থাকার কারণে সৃষ্ট সমস্যা
চলাচলে বিঘ্ন: হাজারো এলাকাবাসী ও স্কুলের ছাত্র ছাত্রী চলাচলে ঝুঁকিপূর্ণ ।
মাটি সরে যাওয়ায় সেতুর গোড়ায় গর্ত তৈরি হয়, যা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করতে পারে না অথবা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
গর্তের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে বর্ষাকালে যখন জলবদ্ধতা তৈরি হয়।
গ্রাম বা এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে যেমন – রোগী বহন বা পণ্য পরিবহনে সমস্যা হয়।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের সেতু পারাপারে সমস্যা হয়, যা তাদের শিক্ষাজীবনে প্রভাব ফেলে।
পণ্য পরিবহনে সমস্যা হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।
ব্রিজের গোড়ায় মাটি দেওয়ার জন্য স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এতে জনগণের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।