গৌরনদী প্রতিনিধি।।সরিকল – বাটাজোর সড়ক দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি চলাচল করে। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন চন্দ্রহার বাজারের রাস্তা বৃষ্টি হলে রাস্তার বেহাল অবস্থা একটি সাধারণ সমস্যা, যা প্রায়শই জনজীবনকে ব্যাহত করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায়, গর্ত সৃষ্টি হয় এবং যান চলাচল কঠিন হয়ে পড়ে।
কাদা এবং জলাবদ্ধতা:
বৃষ্টির কারণে রাস্তাগুলি কাদা এবং পানিতে ভরে যায়, যা পথচারী এবং যানবাহনের জন্য চলাচলে সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলিতে যেখানে পাকা করার ব্যবস্থা নেই, সেখানে এই সমস্যা আরও প্রকট হয়।
দুর্ঘটনার ঝুঁকি:
রাস্তার গর্ত এবং কাদা-জলে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে ওঠে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। রিকশা, ভ্যান, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরণের যানবাহন উল্টে যাওয়ার মত ঘটনা ঘটে।
এই রাস্তাটি দিয়ে হাজার হাজার লোকজনের চলাফেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন স্কুল কলেজ ও জেলা ও উপজেলা আসতে এই রাস্তাটি ব্যবহার করে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খানাখন্দে পরিণত হওয়ায় সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী দাবি অতি দ্রুত এই রাস্তা যেতে সংস্কার করা হয় কর্তৃপক্ষের কাছে একটাই দাবি।