1. admin@protidinnews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্ম-মৃত্যু দিবসে দোয়ার আয়োজন করা যাবে? বৃহস্পতিবার ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সাবেক এমপির ২ ছেলের হামলা শিকার ব্যবসায়ী, আদালতে মামলা প্রধান বিচারপতির সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ শিল্পকলার মহাপরিচালকের পদ্যতাগ দাবিতে জাবিতে বিক্ষোভ আশুলিয়ায় লাশ পোড়ানো শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও দুই অভিযোগ লাদাখে দিল্লির সমান জায়গা চীনের দখলে-রাহুল গান্ধীর দাবি ওয়াজ মাহফিল-বোরকা নিয়ে আপত্তিকর মন্তব্য বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন মহাপরিচালক গৌরনদীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন বোরহান উদ্দিন

উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

 

 বরিশাল প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ৩১ জুলাই বুধবার , উদ্বোধনী অনুষ্ঠান র‍্যালি,আলোচনা সভা, সফল মৎস্য চাষীকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ জলাশয় মাছের পোনা অবমুক্তকরন,মৎস্য সেক্টরে বর্তমান সরকার অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের মোঃ হাফিজুর রহমান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সিপন মোল্লা, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জেলে, মাছ চাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

 

এর আগে ৩০ জুলাই উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল, উজিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাবেক সভাপতি মোঃ মুহাসীন মিয়া লিটন, সাধারণ সম্পাদক মোঃ নাসির শরীফ, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্যকর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ,পুকুরের পানির রাসায়নিক গুনাগুন পরীক্ষা, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং সহ প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা নিষিদ্ধ জাল ব্যবহার ও বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD