গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২
নিজস্ব প্রতিবেদক: গৌরনদী উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কে পিকাআপ ও কাভার ভ্যানর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং নারী ও শিশু আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বরিশাল গৌরনদী বাসস্ট্যান্ডে ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকাআপ চালক ৩০ বছর বয়সী মো. মহিন ও সঙ্গে থাকা যাত্রী ৪০ বছর বয়সী আ: খালেক।
জানা গেছে, ঢাকা থেকে বাসা বাড়ির মালামাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে পিকাআপ ভ্যান ও বরিশাল থেকে ঢাকাগামী কাভার ভ্যানের গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত হয়। এছাড়া এসময় আহত আছেন একজন নারী ও এক শিশু।
মুখোমুখি সড়ক দূর্ঘনার বিষয় গৌরনদী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধর করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। অজ্ঞান অবস্থায় আহত নারী ও শিশুর নাম ঠিকানা এখন জানা যায়নি। আহত অবস্থায় দু’জনই চিকিৎসা নিচ্ছেন।