গৌরনদী প্রতিনিধি।। এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনের মাধ্যমে আমাদের নেতা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। সেলক্ষে প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে আমাদের নেতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর গৌরনদী বাসষ্ট্যান্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দীর্ঘবছর পর রাজপথে মিছিল করতে পেরে নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্যরা। অপরদিকে মঙ্গলবার সকালে আনন্দ মিছিল করেছে দীর্ঘদিন কোনঠাসা থাকা বিএনপি নেতাকর্মীরা।