এসময় সাংবাদিককে রক্ষায় এগিয়ে এসে নারীসহ আরো দুইজন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকের ভাইয়ের ছেলে একটি মোটরসাইকেল নিয়ে গেছে। হামলায় গুরুত্বর আহত সাংবাদিক এসএম মিজানকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সাংবাদিক এসএম মিজান অভিযোগ করে বলেন, ২০২২ সালে তার স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের ঘটনায় আলামিন মুন্সী নামের এক যুবককে শ্বাসিয়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরধরে শুক্রবার দুপুরে আলামিনের বোনজামাতা বিএনপি সমর্থক শাহাদাত সরদার ও তার সহযোগি রুবেলসহ তাদের ৭/৮ জন সহযোগিরা সাংবাদিক মিজানের ভাইয়ের ছেলে আহসান সরদারকে মোটরসাইকেলসহ আটক করে রাখে। খবর পেয়ে সাংবাদিক মিজান ঘটনাস্থল লাখেরাজ কসবা এলাকায় যাওয়ার পর পরই অর্তকিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এসময় আহসান সরদার ও তার মা বিলকিস বেগম সাংবাদিককে রক্ষায় এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে।
একপর্যায়ে হামলাকারীরা আহসানের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। আহত সাংবাদিক মিজান আরও জানান, হামলার ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।