বাউফল প্রতিনিধি: চলমান পরিস্হিতিতে দেশে শান্তিশৃংখলা ফেরাতে সকলের সহযোগিতা কামনা করে পটুয়াখালীর বাউফলে সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাউফল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাস ভবনের হলরুমে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি। এ সময়ে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম উদ্দিন তালুকদার, নাজিরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম( জসিম), কাউন্সিলর মোঃ ইউনুচ খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম(ঝুরন), যুবদল নেতা মোঃ বজলাল হক খোকন, পরে ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি সময় বাউফলের বিভিন্ন স্হানে কিছু দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ,দখল, চাদাবাজী এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। যাহা আমার নজরে এসেছে। এ সমস্ত দুষ্কৃতকারীরা দেশ ,সমাজ ও দলের শত্রু। আমি এ সমস্ত ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানাই। অপরাধীদেরকে দল থেকে বহিস্কারসহ বিচারেরও দাবি জানান তিনি। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের শহিদ হওয়া সকল বীরসেনা ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করছি।