নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বিমানবন্দর থানাধীন ৭ নং ওয়ার্ড পাংশা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের তিন সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো মোঃ আক্কেল আলী নেগাবান সুমি বেগম, আনোয়ার হোসেন নেগাবান।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় ওই এলাকার বাদল মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত আক্কেল আলী কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ঘটনার সময় বাঁধন মিয়ার চায়ের দোকানে বসে চা খেতে ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা করে। তার চিৎকার শুনে আক্কেল আলী ছুটে আসলে তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে সুজন মিরা , রুবেল হাওলাদার, সোহেল, রানা সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। তারা এলাকার চিহ্নিত কিশোর গ্যাং এর সদস্য এবং বিভিন্ন সময় এলাকায় নানান অপকর্ম করে আসছে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম প্রেরণ প্রেরণ করে।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।