কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১২ আগষ্ট।। ৫ আগষ্ট দেশ আবার নতুন করে স্বাধীন হওয়ার আনন্দে পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের উল্লাসে এ বিজয় মিছিল করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব’র সামনে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদ’র উচ্চতর সদস্য ফাতেমা তাসনিম, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর, পটুয়াখালী জেলা সাবেক সাধারন সম্পাদক রুবেল মাহমুদ ও কলাপাড়া উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. নাজমুল। এসময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদ’র উচ্চতর সদস্য ফাতেমা তাসনিম তার বক্তব্যে বলেন, এদেশকে নতুন করে সাজিয়ে তুলতে তরুনদের এগিয়ে আসতে হবে। আজকের তরুনরাই পারবে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে। তিনি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বির্নিমানে কাজ করতে চান। এক্ষেত্রে তিনি সকলের সহযোগীতা ও ভালোবাসা কামনা করেন। এসময় হাসিনা সরকার পতনের আন্দোলনে যেসকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।