গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তদের হামলায় রাশেদ শিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য রাশেদের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে।
মামলার বাদী নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ শিকদার ঢাকা মহানগরীর ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশুনা করে আসছিল। বার্থী এলাকার আজিজুল তালুকদারের ছেলে স্থানীয় আলামিন তালুকদার ও হামিম তালুকদার সম্প্রতি আমার ভাই রাশেদ শিকদারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে আমার ভাই অস্বীকার করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে আমার ভাই রাশেদকে বার্থী বাজারে পেয়ে আলামিন তালুকদার, হামিম তালুকদার, স্থানীয় ওসমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার, জলিল সরদারের ছেলে ফয়সাল তালুকদার, হাদিস খানের ছেলে সোহান খানসহ ১০/১৫ জন তার (রাশেদ) ওপর হামলা চালায়।
আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোসহ রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিম হাসপাতালে রাশেদকে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষু অবস্থায় রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথিমধ্যে রাশেদ মারা যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে নিহত রাশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে