সিলেটে এইচএসসিতে অটো পাশের দাবিতে শিক্ষার্থীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে। শনিবার বিকালে নগরীর চৌহাট্টায় এই কর্মসূচি পালন করে তারা। এদিন সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে একাদশ শ্রেণির পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে কয়েক দফায়। কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও একাধিক বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।
আন্দোলনকারীরা স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করে অটো পাশের দাবিতে স্লোগান দেয়। শিক্ষার্থীরা জানায়, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।