ফেনী প্রতিনিধি ।। ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে আনসার সদস্যদের নিষ্ঠার সহিত কাজ করতে নির্দেশ দিয়েছে ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন। মঙ্গলবার দুপুরে ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক আবেদন কারীর সাথে আত্নীয় বলে পরিচয় দেয়া এক লোককে সন্দেহ ভাজন আটকের পর পাসপোর্ট অফিস পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন। পরে আটককৃত ব্যাক্তি নিজেকে আত্নীয় পরিচয় দেয়ায় পাসপোর্ট অফিসের ডিএডি মোহাম্মদ দুলাল মিয়া তাকে ছেড়ে দেয়।
সূত্রে জানা গেছে, ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করছিলো আনসার সদস্য মো: জহির উদ্দিন। এ সময় একজন পাসপোর্ট প্রত্যাশী গ্রাহকের সাথে আত্নীয় বলে পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে প্রবেশ করে এক লোক। ঐ ব্যাক্তি ইতিপূর্বেও বেশ কয়েকবার ফেনী পাসপোর্ট অফিসে আসা যাওয়া করেছে। এ সময় ট্রাভেল এজেন্সির প্রতিনিধি (দালাল) সন্দেহ করে দায়িত্বরত আনসার সদস্য মো: জহির উদ্দিন তাকে আটক করে পাসপোর্ট অফিসের ডিএডি মোহাম্মদ দুলাল মিয়ার কাছে নিয়ে যায়। আনসার সদস্যরা জানান, ঐ ব্যাক্তি সিরিয়াল না মেনে পাসপোর্ট জমা দিতে নানা ভাবে দাপট দেখিয়ে আবেদন পত্রটি জমা দেওয়ার চেষ্টা করে।
এদিকে ঐ সন্দেহ ভাজন ব্যাক্তিকে আটকের বিষয়টি জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনকে বিষয়টি অবহিত করলে জেলা আনসার কমান্ড্যান্ট ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছানোর পূর্বে পাসপোর্ট অফিসের ডিএডি মোহাম্মদ দুলাল মিয়া আটককৃত ব্যাক্তিকে এই অফিসে আর আসবেনা মর্মে ছেড়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডিএডি দুলাল মিয়া জানান, আটককৃত ব্যক্তি নিজেকে ঐ পাসপোর্ট প্রত্যাশীর আত্মীয় পরিচয় দেয়। এবং আর কোন দিন আত্নীয়ের সাথে এ অফিসে আসবেনা বলে চলে যায়।
এ দিকে জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দীন, সদর উপজেলা আনসার কর্মকতা রেজাউল করিম, আনসার প্রশিক্ষক ফজলুল হক সহ একটি টিম ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে দেখতে পায় আটককৃত ব্যাক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আনসারের জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীন বিষয়টি ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ—পরিচালক রোতিকা সরকার কে জানালে তিনি জানান, বিষয়টি আমি আগে অবগত ছিলাম না। তবে এখানে কোন বহিরাগত (দালাল) লোক প্রবেশ করতে পারবে না। কোন লোক একাদিকবার এ অফিসে প্রবেশ করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এছাড়াও তিনি আরো জানান, পাসপোর্ট অফিসে দায়িত্বরত আনসার সদস্য কতৃক বহিরাগত (দালাল) লোক আটক করতে দীর্ঘ দিন চেষ্টা করে আসছে আজ একজনকে সন্দেহ ভাজন ভাবে আটক করলেও আবেদন কারীর আত্নীয় বলে পরিচয় দেওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।
জেলা আনসার কমান্ড্যান্ট হেলাল উদ্দিন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা—পরিচালকের নির্দেশনা মোতাবেক পাসপোর্ট অফিসসহ সকল অফিস সমূহে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনিয়ম বন্ধে কাজ করছে আনসার সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ—পরিচালক রোতিকা সরকার জানান, আজ সন্দেহ ভাজন ভাবে একজন লোককে আনসার কতৃক আটক করে, তবে আমি জানার আগে তাকে ছেড়ে দিয়েছে শুনেছি। তবে ঐ লোক আবেদন কারীর আত্নীয় কিনা তা উদঘাটন করার চেষ্টা চলছে।