নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলার উজিরপুরে রাস্তা মেরামতের কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন এর নের্তৃত্বে রাস্তা মেরামতের কাজ করছেন নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ কাওছার হোসেন। এছাড়াও অংশগ্রহন করেন একাধিক নেতাকর্মীরা। সুত্রে জানা যায় বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজার থেকে শোলক ইউনিয়নের ধামুরা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় ছিলো। বিভিন্ন স্থানে গর্ত হয়ে যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও কষ্টকর ছিলো। এমনকি ওই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। প্রায় ঘটতো সড়ক দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় পরে থাকা এই রাস্তাটি অবশেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ৪ দিন ধরে মেরামতের কাজ করেছেন। এখন যান্ত্রিক গাড়ি চলাচল সুগম হয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।