গৌরনদী প্রতিনিধি।। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গনতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে ২৬ দফার দাবিতে সারা দেশের ন্যায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন ) গৌরনদী উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সুজনের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ স্বতস্ফ’র্তভাবে অংশ নেন। এছাড়া বক্তারা বন্যার্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান।
মানববন্ধন শেষে সমাবেশ কেন্দ্রীয় ঘোষিত ২৬ দফা পেশ করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন ) গৌরনদী উপজেলা সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এত বক্তব্য রাখেন গৌরনদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মফস্বল সাংবাদিক ফেরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সহসভাপতি টিএম আলতাফ হোসেন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক মহিলা কাউন্সিলর ও নারী নেত্রী হোসনে আরা বেবী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সুজনের গৌরনদী উপজেলা সাধারন সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পৌর সাধারন সম্পাদক শ্রী কৃঞ্চ চক্রবর্তি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাসান মাহমুদ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, অবঃসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কবি আব্দুল মতিন মাষ্টার, মাষ্টার মোঃ সেকেন্দার হোসেন, ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান, বন্ধু সভার সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রহমান, উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি গোলাম সালেক মামুন, সাংবাদিক আরেফীন রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন ) গৌরনদী পৌর কমিটির সভাপতি পলাশ তালুকদার।