নাজমুল হক মুন্না:: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় “দৈনিক পুনরুত্থান” পত্রিকার প্রকাশক ও সম্পাদককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে,ঢাকা থেকে প্রকাশিত জাতীয় “দৈনিক পুনরুত্থান”পত্রিকার প্রকাশক সম্পাদক সাইফুল ইসলাম সবুজকে গত ২৩ আগস্ট (শুক্রবার) বিকাল ০৩ঃ২০ মিনিটের সময় তার বাসভবনের সম্মুখে একদল সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় বলে পত্রিকার প্রকাশ ও সম্পাদক সাইফুল ইসলাম সবুজ জানান।তার এই হত্যার হুমকিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ সকল সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানায়।