গৌরনদী প্রতিনিধি।। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান এলাকায় গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডাঃ এস. সমিরন হাওলাদার। তিনি এফসিপিএস ফাইনাল কোর্স সম্পন্ন করায়। গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশন এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন ডাঃ এস. সমীরন হালদার সমাজের গর্ব। তিনি একজন চিকিৎসক ও ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের প্রিয় ডাক্তার। শত ব্যস্ততার মধ্যেও তিনি রোগীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন। তিনি একজন সৎ ও ভালমনের মানুষ। এফসিপিএস ফাইনাল কোর্স সম্পন্ন করায় আমাদের গর্ব ও সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশন এর উদ্যোগে তিন বেলা রেস্তোরাঁয় শনিবার বিকাল ৩ টায় সংবধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । বীর মুক্তিযোদ্ধা ওহাব মিয়ার সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি প্রথম আলো প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এসময়ে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও পরিচালক সহ গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশন সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।
Mobile: 01968639445,E-mail:Pratidinnews2024@gmail.com
Copyright © 2025 প্রতিদিন নিউজ. All rights reserved.