অনলাইন ডেস্ক ::গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উঃ সাকোকাঠি গ্রামের পুজা মন্ডবে জাতীয়তাবাদি বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার কর্মসুচি করা হয়েছে। গতকাাল ৩১ আগষ্ট শনিবার সন্ধ্যায় বাবু নিত্য নন্দ পোদ্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা শাখার জাতীয়তাবাদি দল বিএনপির আহবায়ক গোলাম ছরোয়ার।। এ সময় প্রধান অতিথি মোঃ গোলাম ছরোয়ার উপস্থিতিদের মাঝে বক্তব্য বলেন, সংখ্যা লঘু সম্প্রদায় কথাটা মন থেকে মুছে ফেলতে হবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। কথায় কথায় আমরা বলে থাকি সংখ্যা লঘু এ যেন আমরা আর না বলি, আমরা একে অপরের পরিপুরক হয়ে থাকবো এবং মিলে মিশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই হবে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। । হিন্দু মুসলিম বলে কোন ভাবেই ভেদাভেদ করা যাবেনা। তাদের এই উৎসবে সার্বিক সহোযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় সে দিকে সর্বদা স্বচেষ্ট থাকবো সভার উর্ধে আমরা মানব জাতি একথাটা প্রত্যেকের স্মরন রাখতে হবে। এ ছারাও তিনি বলেন, দেশ নায়ক তারেক জিয়ার স্পষ্ট নির্দেশ স্বৈরাচারী শেখহাসিনা সরকারের পতনকে পুজিে করে কেউ শত্রুতা সৃষ্টি করে দেশের মধ্যে মারামরি হানাহানি করে দেশে অস্হিরতা সৃষ্টি করলে তাকে ছার দেয়া হবেনা এমন হুশিয়ারি দেন দলের উপজেলা কমেটির আহবায়ক গোলাম ছরোয়ার মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলার বিএনপির সদস্য সচিব মোঃ হান্নান শরিফ, গৌরনদী উপজেলা জাতীয়তাবাদি স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বশার, মোঃ আনিচ হাওলাদর , মোঃ হেদায়েত মৃধা মোঃ মাকসুদ মৃধা মেঃ জসিম উদ্দিন যুবদল, মোঃ সুজন মুন্সি, মোঃ আলআমিন ছাত্র দল প্রমুখ।