স্টাফ রিপোর্টার::মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। রোববার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার সময় ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুই পাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার বড় ব্রিজের নিকট ঢাকাগামী সোনালী পরিবহন ও অপর দিক থেকে আশা বরিশালগামী বলাকা পরিবহন যাত্রীবাহী বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়।রাজৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।