নিজস্ব প্রতিবেদক।। বরিশাল: বরিশাল সদর উপজেলার ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নে ৪নং ওয়ার্ডে হবিনগর গ্রামে আড়িয়াল খাঁ নদীতে অবৈধ স্পিড বোর্ড ঘাট। চলাচলে বাধা দেওয়ায় তাদের উপর হামলা করেন দুর্বৃত্তরা ।
বুধবার (৪সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সায়েস্তাবাদ ইউনিয়নের হবি নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে আহত হলেন আক্কাস হাওলাদার (৬০) পিতা মৃত হাতেম আলী হাওলাদার রানী বেগম(৫০)স্বামী আক্কাস হাওলাদার সবুজ (২৬) পিতা আক্কাস হাওলাদার শাওন হাওলাদার (২৬)পিতা আক্কাস হাওলাদার ইমন (২২)পিতা আক্কাস হাওলাদার শারমিন (২২) স্বামী সিপন হাং জিহান, ছোট বাচ্চা বয়স (২.৫) সহ আরে অনেকে। এবং আহতরা বরিশাল শেরেবাংলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত আক্কাস আলী, জানান আমাদের ৪নং হবিনগর এলাকা আরিয়াল খাঁ নদী ভাঙ্গন কবলিত এলাকা এখান থেকে স্পিড বোর্ড চলাচলের কারনে নদী ভাঙ্গন আরো বেশি হয় তাই গত কাল বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন সমন্বয়ক নিয়ে ঘাটে গিয়ে প্রতিবাদ করার কারনে তার পর ৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকায় আমাদের ওপর হামলা করেন।
১। কাজল মেম্বার ৪নং ওয়ার্ডে ইনদন দাতা ও ২।স্বপন মেম্বার ৪নং ওয়ার্ডের ও সাথে হামলা করেন ৩।হারুন শরীফ ৫।,বাদশা খাঁ, পিতা আনসার হাং,৬। পিয়াস খাঁ, পিতা মৃত আছালত খাঁ,৭।শাকিল (২২)পিতা মৃত জালাল ফরাজী, ৮।সোহাগ,৯। বিপ্লব, পিতা শহিদুল , ১০। সাইফুল, ১১। ডায়না বেগম ১২। মমতাজ বেগম সহ অজ্ঞাত ১০/১৫ জন।
এ বিষয় অভিযুক্ত স্বপন মেম্বার বলেন স্পিড বোর্ড ঘাট নিয়া কোনো মারামারি হয় নাই যারা মারামারি করছে তাদের সাথে জমিজমা নিয়া অনেক আগে থেকে ঝামেলা চলছে তা নিয়া হইতে পারে এই মারামারি বিষয় আমি কিছু জানি না।
এ বিষয় জানতে ৪নং ওয়ার্ডের মহিলা মেম্বার কাজলের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও অপর প্রান্তথেকে কোনো সাড়া পাওয়া জায়নি।
এ বিষয় বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন ঘটনাস্থানে টহল পুলিশ গিয়ে সততা পেয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।