সারা দেশে যৌথ অভিযানে গত ছয় দিনে ১১১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ছয় দিনে যৌথ অভিযানে মোট ১১১টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।এরমধ্যে ৭টি রিভলবার, ৩০টি পিস্তল, ৯টি রাইফেল, ১৫টি শটগান, ৩টি পাইপগান, ১৬টি শুটারগান, ৫টি এলজি, ১৫টি বন্দুক, ১টি একে ৪৭, ১টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ১টি এয়ারগান ও ৩টি এসবিবিএল, ৩টি এসএমজি ও ১টি টিয়ার গ্যাস লঞ্চার। এ ছাড়া ৫০ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে তৈরি হয় অরাজক পরিস্থিতি। ওইদিন রাতে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। থানা ও ফাঁড়িতে হামলার পর পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে দেশের আইনশঙ্খলা পরিস্থিতি রক্ষায় ৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।
Mobile: 01968639445,Email:Pratidinnews2024@gmail.com
Copyright © 2024 প্রতিদিন নিউজ. All rights reserved.