সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম মোখলেসুর রহমানের দুই ছেলে আসিফ কাওছার ও মো. জাহিদের হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী মো. আবুল বাসার ও তার কর্মকর্তা-কর্মচারীরা । এ ঘটনায় আবুল বাশার সাবেক এমপি ও তার দুই পুত্রসহ ৮ জনের নামে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন।
মামলায় অন্য আসামিরা হলেন- খিলক্ষেত এলাকার ইলেকটিশিয়ান দেলোয়ার (২৮), সাতক্ষীরার আবদুল করিম (৪৩), রাজধানীর পল্লবীর লুৎফর রহমান, মো. রাজীব (৩৫), মো. রাব্বি হাসান (২৫)
মামলা সূত্রে জানা যায়, ২২ আগস্ট খিলক্ষেত এলাকায় মামলার আসামীরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাদীর অফিসে হামলা করে। আসামিরা আসবাবপত্র, কম্পিউটার, টেবিল, চেয়ারসহ ভাঙচুর করে। এতে বাদীর ৫০ লাখ টাকার উপরে ক্ষতি হয়। এ ঘটনায় বাদী ও বাদীর অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ বাধা দিতে গেলে আসামীরা লাঠিসোটা, রড ও দেশীয় অস্ত্র দিয়ে বাদীসহ তার কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করে। এতে বাদী মো. আবুল বাশারসহ তার কর্মকর্তা ও কর্মচারীগণ গুরুতরভাবে আক্রান্ত হন।
ঘটনার কারণ জানিয়ে আবুল বাশার বলেন, ১ জুন আসিফ কাওসারের ৩ তলা বাড়িটি ব্যবসায়িক অফিস হিসেবে ভাড়া নেন আমার ব্যবসায়িক সহযোগী আনোয়ার হোসেন। ৪০ লাখ টাকা খরচ করে পুরো প্রতিষ্ঠানের ডেকোরেশন করেছি। কিন্তু হঠাৎ করে তিনি ১৫ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠান। ইন্টোরিয়র ব্যয় ও ব্যবসায়িক ক্ষতির কথা দেখিয়ে আমি সময় চেয়েছি। কিন্তু ওনারা সময় না দিয়ে দিতে উল্টো আমার প্রতিষ্ঠানে হামলা করেন।